হিলিয়াম এর যোজনী কত?

হিলিয়াম পর্যায় সারণির প্রথম পর্যায় এবং 18 নম্বর গ্রুপের মৌল হওয়ায় এর যোজনী শূন্য। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। আমরা জানি, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে তার সর্বশেষ ইলেকট্রনটি যদি s-অরবিটালে প্রবেশ করে, তবে সেই s-অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন সংখ্যাই ঐ মৌলের যোজনী নির্দেশ করে। সেই অনুযায়ী হিলিয়াম এর যোজনী দুই হওয়ার কথা।

কিন্তু হিলিয়াম যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, সেহেতু এর যোজনী শূন্য।

error: Content is protected !!