রেখাংশ কাকে বলে?

বিষয়বস্তুঃ রেখাংশ কাকে বলে? রেখাংশের প্রকারভেদ বদ্ধ রেখাংশ খোলা রেখাংশ অর্ধ-খোলা রেখাংশ রেখাংশ কাকে বলে? প্রকৃতপক্ষে রেখা হলো কতগুলো বিন্দু সমষ্টি। রেখার সীমাবদ্ধ অংশকে রেখাংশ বলে। রেখাংশ হলো রেখার একটি সসীম অংশ যার দুইটি প্রান্তবিন্দু আছে। একটি রেখার উপর দুইটি ভিন্ন বিন্দু হলে ঐ বিন্দু দুইটিসহ তাদের অন্তর্বতী সকল বিন্দুর সেটকে বিন্দু দুইটির সংযোজক রেখাংশ বলে। একটি রেখা হলো কতকগুলো বিন্দুর সেট যে বিন্দুগুলো উভয়দিকে একদম সোজা বরাবর অসীম পর্যন্ত বিস্তৃত। এখানে AB হলো রেখাংশ। রেখাংশের প্রকারভেদ রেখাংশকে সাধারণভাবে নিম্নরূপে ভাগ করা যায়। যথাঃ বদ্ধ রেখাংশ খোলা রেখাংশ অর্ধখোলা রেখাংশ