পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. বাঙালি জাতীয়তাবাদ কাকে বলে?
উত্তর : বাংলা ভাষা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়ের সমন্বয়ে যে ঐক্য গড়ে ওঠে তাকেই বাঙালি জাতীয়তাবাদ বলে।
২. যুক্তফ্রন্টের শিক্ষা সংক্রান্ত দফাটি লেখো।
উত্তর : শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার করে কেবল মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করা হবে।
৩. যুক্তফ্রন্ট সরকার কতদিন ক্ষমতায় ছিল?
উত্তর : যুক্তফ্রন্ট সরকার মাত্র ৫৬ দিন ক্ষমতায় ছিল।
৪. জাতীয়তাবাদ কী?
উত্তর : ভাষা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও নৃতাত্ত্বিক পরিচয়ের সমন্বয়ে যে ঐক্য গড়ে ওঠে তাকেই জাতীয়তাবাদ বলে।
৫. ২১শে মার্চ, ১৯৪৮ সালে রেসকোর্স ময়দানে পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কে মোহাম্মদ আলী জিন্নাহ কী ঘোষণা দেন?
উত্তর : উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
৬. পঞ্চাশের দশকব্যাপী বাঙালিদের কী প্রতিষ্ঠার প্রস্তুতিকাল ছিল?
উত্তর : পঞ্চাশের দশকব্যাপী বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতিকাল ছিল।
৭. ‘স্মৃতির মিনার’ কবিতাটি রচনা করেন কে?
উত্তর : ‘স্মৃতির মিনার’ কবিতাটি রচনা করেন আলাউদ্দিন আল আজাদ।
৮. যুক্তফ্রন্ট কী?
উত্তর : যুক্তফ্রন্ট একটি রাজনৈতিক জোট যা ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের পূর্বে আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম, গণতন্ত্রী দল ও খেলাফতে রব্বানীর সমন্বয়ে গঠিত হয়েছিল।
৯. ২১ দফার ১ম দফাটি কী?
উত্তর : ২১ দফা দাবির ১ম দফা ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হবে।
১০. মৌলিক গণতন্ত্র কী?
উত্তর : প্রেসিডেন্ট আইয়ুব খান তার সামরিক শাসনকে দীর্ঘায়িত করতে ১৯৫৮ সালে যে বিশেষ নির্বাচন ব্যবস্থা চালু করেন তাকে মৌলিক গণতন্ত্র বলে।
১১. বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি কী?
উত্তর : ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত ছয় দফা দাবিটিই তৎকালীন পাকিস্তান সরকারের দৃষ্টিতে ‘বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি’।
পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
১. ২১শে ফেব্রুয়ারিকে কেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে?
২. ৬ দফায় উল্লিখিত রাজস্ব সংক্রান্ত প্রস্তাবটি ব্যাখ্যা করো।
৩. যুক্তফ্রন্ট কেন গঠন করা হয়?
৪. ৬ দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় কেন?
৫. পাকিস্তান সরকারকে কীভাবে আগরতলা মামলা প্রত্যাহারে বাধ্য করা হয়?