কৃষি যন্ত্রপাতি বলতে কি বুঝায়? বিভিন্ন প্রকার কৃষি যন্ত্রপাতির নাম

কৃষিকাজ করার জন্য যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলোকে কৃষি যন্ত্রপাতি বলে। কৃষি বিভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয়। কৃষি যন্ত্রপাতিগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথাঃ
১) হস্তচালিত কৃষি যন্ত্রপাতি ও
২) শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি।

১) হস্তচালিত কৃষি যন্ত্রপাতিঃ নিম্নে কৃষিকাজে ব্যবহার করা হয় এমন কতকগুলো যন্ত্রপাতির বর্ণনা দেয়া হলো:

লাঙলঃ লাঙল কৃষি যন্ত্রপাতির মধ্যে অন্যতম। একটি বাঁকানো কাঠের অগ্রভাগে লোহার ফলাযুক্ত করে লাঙল তৈরি করা হয়। জমি চাষ ও অগভীর নালা তৈরির জন্য লাঙল ব্যবহার করা হয়। লাঙলের প্রধান অংশ হচ্ছে-
১. বাঁকানো কাঠ বা শরীর (বডি)
২. লোহার ফাল
৩. ঈশ ও খিল
৪. হাতল ও বাঁট

২. শক্তিচালিত যন্ত্রপাতিঃ কৃষিকাজের জন্য শক্তিচালিত যন্ত্রপাতির মধ্যে পাওয়ার টিলার, ট্রাক্টর, হ্যারো, পাওয়ার পাম্প, অগভীর নলকূপ, গভীর নলকূপ, মাড়াই যন্ত্র ও স্প্রেয়ার ইত্যাদিই প্রধান।

error: Content is protected !!