সন্ধিগত মৌল কাকে বলে?
যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে d-অরবিটাল আংশিক পূর্ণ থাকে, তাদেরকে সন্ধিগত মৌল বলে। পর্যায় সারণীতে গ্রুপ ৩ থেকে ১২ পর্যন্ত মৌলসমূহ সন্ধিগত মৌল। তবে, দস্তা (Zn), ক্যাডমিয়াম (Cd) এবং মার্কারি (Hg) এর স্থিতিশীল আয়নের d-অরবিটাল পূর্ণ থাকে বলে এরা সন্ধিগত মৌল নয়।
সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য
সন্ধিগত মৌলের কিছু বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো:
- এরা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে।
- এরা রঙিন যৌগ গঠন করে।
- এরা জটিল যৌগ গঠন করে।
- এরা অনুঘটক হিসেবে কাজ করে।
- এরা সাধারণত কঠিন ও উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়।