বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা প্রশ্ন উত্তর

বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা

১. সরকারি অর্থব্যবস্থা কী?
উত্তর :
রাষ্ট্রের আয় ও ব্যয় সংক্রান্ত সরকারের নীতি ও পদ্ধতিকে সরকারি অর্থব্যবস্থা বলে।

২. ভূমি রাজস্ব কাকে বলে?
উত্তর :
ভূমি ভোগ দখলের জন্য সরকারকে দেওয়া প্রদত্ত খাজনাকে ভূমি রাজস্ব বলে।

৩. কর রাজস্ব কাকে বলে?
উত্তর :
বাংলাদেশ সরকার দেশের জনগণ, বিভিন্ন ব্যবসা ও শিল্প কারখানার ওপর যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে কর রাজস্ব বলা হয়।

৪. সম্পূরক শুল্ক কী?
উত্তর :
অনেক দ্রব্যাসমগ্রীর ওপর আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরও অতিরিক্ত যে শুল্ক আরোপ করা হয়, তাই হলো সম্পূরক শুল্ক।

৫. আবগারি শুল্ক কী?
উত্তর :
দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বলে।

৬. বাণিজ্য শুল্ক কী?
উত্তর :
দেশের আমদানি ও রপ্তানিকৃত দ্রব্যের ওপর যে কর ধার্য করা হয় তাকে বাণিজ্য শুল্ক বলা হয়।

৭. মূল্য সংযোজন কর কাকে বলে?
উত্তর :
কোনো দ্রব্য বা সেবার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায়ে সংযোজিত মূল্যের ওপর আরোপিত শতকরা হারের করকে মূল্য সংযোজন কর বলে।

৮. VAT-এর পূর্ণরূপ লেখো।
উত্তর :
VAT-এর পূর্ণরূপ হলো – Value Added Tax.

৯. ব্যাংক কী?
উত্তর :
জনসাধারণের অর্থ গচ্ছিত রাখার এবং ঋণগ্রহীতাদের বিভিন্ন মেয়াদি ঋণ প্রদান করার প্রতিষ্ঠানকে ব্যাংক বলে।

error: Content is protected !!