জোড় কলমের সুবিধাগুলো কি?

অঙ্গজ জননের প্রসঙ্গে যে সমস্ত সুবিধা আছে ঐসব ব্যতীত ও জোড় কলম হতে আরো কয়েকটি সুবিধা পাওয়া যায়:

১) প্রতিষ্ঠিত গাছে উপজোড় স্থাপনের দরুন উপজোড় দরুন উপজোড় অতি দ্রুত বড় হয়ে অতি অল্প সময়ে যথেষ্ট পরিমাণে ফুল ও ফলে সমৃদ্ধ হয়ে উঠতে পারে।

২) একটি গাছের উপরে ইচ্ছামতো কয়েক প্রকারের ফলও ফলান যেতে পারে।

৩) পুরাতন ও বাজে শ্রেণীর অথচ প্রতিষ্টিত গাছের উপরে উৎকৃষ্ট জাতের উপজোড় বসিয়ে বাগানকে অল্প সময়ের মধ্যে উৎকৃষ্ট জাতের গাছ পূর্ণ বাগানে পরিবর্তিত করা যেতে পারে।

৪) যে সমস্ত গাছ শাখা কলম ও দাবা কলমের কোনটি দ্বারাই জন্মান যায় না তাদিগকে অন্তত জোড় কলমের সাহায্যে জন্মাতে পারলেও অঙ্গজ বংশবৃদ্ধির সুবিধাসমূহ লাভ করা যায়।

৫) যেসব উদ্ভিদ খরা সহ্য করতে পারে না, স্বাভাবিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অনুর্বর মাটিতে জন্মায় না সেসব ভলো গুণাগুণ সম্পন্ন উদ্ভিদকে Grafting এর মাধ্যমে Propagation করানো হয়।

error: Content is protected !!