ট্রেন
শামসুর রাহমান
ঝক ঝকাঝক ট্রেন চলেছে
রাত দুপুরে অই।
ট্রেন চলেছে, ট্রেন চলেছে
ট্রেনের বাড়ি কই?
একটু জিরোয়, ফের ছুটে যায়
মাঠ পেরুলেই বন।
পুলের ওপর বাজনা বাজে
ঝন ঝনাঝন ঝন।
(অংশবিশেষ)

মুখে মুখে উত্তর বলি
১) ট্রেন কেমন শব্দে করে চলে?
২) মাঠ পেরুলেই কী?