দ্রাঘিমা রেখা কাকে বলে?

দ্রাঘিমা রেখা কাকে বলে?

দ্রাঘিমা রেখা হলো পৃথিবীর উপর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কাল্পনিক রেখা। এই রেখাগুলো পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে বিভক্ত করে এবং কোনো স্থানের কৌণিক দূরত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয়। মূল মধ্যরেখা (Prime Meridian), যা ইংল্যান্ডের গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে, সেটিকে ০° দ্রাঘিমা হিসেবে ধরা হয়।

অন্যান্য দ্রাঘিমা রেখাগুলি মূল মধ্যরেখার পূর্ব বা পশ্চিমে কত ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত, তা নির্দেশ করে। পূর্বের দ্রাঘিমা রেখাগুলিকে ‘পূর্ব’ (E) এবং পশ্চিমের দ্রাঘিমা রেখাগুলিকে ‘পশ্চিম’ (W) হিসেবে উল্লেখ করা হয়। এই দ্রাঘিমা রেখাগুলির সাহায্যে পৃথিবীর কোনো স্থানের সঠিক সময় এবং পূর্ব-পশ্চিম অবস্থান নির্ণয় করা সম্ভব হয়।

error: Content is protected !!