উন্মুক্ত সংবহনতন্ত্র কাকে বলে?

যে সংবহনতন্ত্রে রক্ত হৃৎপিণ্ড থেকে নালিকা পথে বের হয়ে পরে উন্মুক্ত দেহগহ্বরে প্রবেশ করে এবং দেহগহ্বর থেকে পুনরায় নালিকা পথে হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে উন্মুক্ত সংবহনতন্ত্র বলে। অর্থাৎ রক্ত সর্বদা রক্তবাহিকার মধ্য দিয়ে প্রবাহিত হয় না।

যেমন – চিংড়ি, ঘাসফড়িং, আরশোলা, মোলাস্কা ইত্যাদি।

error: Content is protected !!