বন্দুক হতে গুলি ছুড়লে পেছনের দিকে ধাক্কা দেয় কেন?

বন্দুক হতে গুলি ছুড়বার পর বারুদের বিস্ফোরণের ফলে গুলি একটি বেগে সামনের দিকে অগ্রসর হয়। ফলে ইহা সামনের দিকে একটি ভরবেগ প্রাপ্ত হয়। ভরের নিত্যতার সূত্রানুসারে গুলি ছুড়বার পরেও তাদের মোট ভরবেগ শূন্য হবে। কাজেই বন্দুকে ও গুলিতে সমান এবং বিপরীতমুখী একটি ভরবেগ সৃষ্টি হবে। এজন্যই গুলি ছুড়লে বন্দুক পেছনের দিকে ধাক্কা দেয়।

error: Content is protected !!