শিখা পরীক্ষায় ম্যাগনেসিয়াম বর্ণ দেখায় না কেন?

ম্যাগনেসিয়াম পরমাণুর আকার অনেক ছোট। এর বহিঃস্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বেশি থাকে। Mg কে বুনসেন দ্বীপ শিখায় উত্তপ্ত করলে বহিঃস্তরের ইলেকট্রন উত্তেজিত হয়ে উচ্চ শক্তিস্তরে গমন করতে পারে না। ফলে ইলেকট্রনের স্থানান্তর ঘটে না। কিন্তু বর্ণ প্রদর্শনের  পূর্ব শর্ত হলো ইলেকট্রনের স্থানান্তর ঘটতে পারে।

তাই Mg মৌল শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না।

error: Content is protected !!