আমাদের মুক্তিযুদ্ধ

আমাদের মুক্তিযুদ্ধ
১৯৭১ সালে আমাদের দেশে একটা যুদ্ধ হয়েছিল। অনেক বড়ো যুদ্ধ। সেই যুদ্ধকে আমরা মুক্তিযুদ্ধ বলি।
তখন আমাদের দেশ পাকিস্তানের অংশ ছিল। পাকিস্তানি মিলিটারি ২৫শে মার্চ আমাদের ওপর হামলা করে। অনেক মানুষ মেরে ফেলে। অনেক ঘর-বাড়ি পুড়িয়ে দেয়। ২৬শে মার্চ এদেশের মানুষ যুদ্ধ শুরু করে। দেশের জন্য যাঁরা যুদ্ধ করেন তাঁরা মুক্তিযোদ্ধা।

মুক্তিযোদ্ধারা অনেক কষ্ট করেছেন। ৯ মাস ধরে যুদ্ধ করেছেন। যুদ্ধ করতে করতে অনেকে মারা গেছেন। দেশের জন্য যুদ্ধ করে যাঁরা মারা যান তাঁরা শহিদ।

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানিরা হেরে যায়। মুক্তিযোদ্ধারা জয়ী হন। বাংলাদেশ স্বাধীন হয়।
২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস।

আমাদের মুক্তিযুদ্ধ

শব্দ শিখি
যুদ্ধ – লড়াই।
শহিদ – যাঁরা দেশ বা ধর্মের জন্য কাজ করতে গিয়ে মারা যান।
মুক্তিযোদ্ধা – যাঁরা দেশের জন্য যুদ্ধ করেন।

জেনে রাখি
২৬শে মার্চ – বাংলাদেশের স্বাধীনতা দিবস।
১৬ই ডিসেম্বর – বাংলাদেশের বিজয় দিবস।

বলি
১) মুক্তিযোদ্ধারা কয় মাস ধরে যুদ্ধ করেছেন?
২) আমাদের স্বাধীনতা দিবস কোনটি?
৩) আমাদের বিজয় দিবস কোনটি?

error: Content is protected !!