সুভার পিতা চিন্তিত হয়ে পড়লেন কেন?

বাকপ্রতিবন্ধী সুভা বিবাহযোগ্য হয়ে ওঠায় তার বিয়ে নিয়ে পিতা-মাতা চিন্তিত হয়ে পড়লেন।
সুভা গল্পে সুভা কথা বলতে পারে না। এ নিয়ে সকলের মনে দুশ্চিন্তা ছিল। তার ওপর সুভার বয়সও বেড়ে যাচ্ছে। তাই বাকপ্রতিবন্ধী মেয়েকে কোথায় বিয়ে দেবেন তাই নিয়ে পিতা-মাতা শঙ্কিত হয়ে ওঠেন। এ ছাড়া বিয়ের বয়স হলেও বিয়ে দিচ্ছে না বলে গ্রামের লোকজন নিন্দা শুরু করে। এমনকি সুভার পরিবারকে একঘরে করার জনরবও শোনা যাচ্ছে। ফলে সুভার বিয়ের পাত্র পাওয়া নিয়ে সুভার পিতা-মাতা চিন্তিত হয়ে পড়লেন।

error: Content is protected !!