সুভা গল্পে গ্রামলক্ষী স্রোতঃস্বিনী কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

সুভা গল্পে গ্রামলক্ষী স্রোতঃস্বিনী বলতে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদীটির মাহাত্ম্য বোঝানো হয়েছে।
আলোচ্য গল্পে বর্ণিত গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে ছোটো একটি নদী। আপন খেয়ালে অবিরামভাবে বয়ে চলেছে সে। চলার পথে দুধারে সৃষ্টি করেছে শ্যামলিমা ও সমৃদ্ধি। গ্রামটি যেন এ নদীর আশীর্বাদপুষ্ট। নদীটিকে তাই সৌভাগ্যের দেবী লক্ষ্মীর সঙ্গে তুলনা করেছে।

error: Content is protected !!