মৌলিক সংখ্যা কাকে বলে? (Prime Number)

গণিতের ভাষায় মৌলিক সংখ্যা হলো সেইসব স্বাভাবিক সংখ্যা (১ এর চেয়ে বড়) যাদের শুধুমাত্র দুটি ভিন্ন উৎপাদক থাকে: ১ (এক) এবং সংখ্যাটি নিজে।
সহজভাবে বললে, যে সংখ্যাকে ১ এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে।

উদাহরণস্বরূপ:

  • একটি মৌলিক সংখ্যা, কারণ একে শুধু ১ এবং ২ দিয়েই ভাগ করা যায়। এটিই একমাত্র জোড় মৌলিক সংখ্যা।
  • একটি মৌলিক সংখ্যা, কারণ একে শুধু ১ এবং ৩ দিয়েই ভাগ করা যায়।
  • একটি মৌলিক সংখ্যা, কারণ একে শুধু ১ এবং ৫ দিয়েই ভাগ করা যায়।
  • একটি মৌলিক সংখ্যা, কারণ একে শুধু ১ এবং ৭ দিয়েই ভাগ করা যায়।

মৌলিক সংখ্যা কাকে বলে? (Prime Number)

error: Content is protected !!