- বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি?
- মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
- প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা
জনপদ কাকে বলে?
প্রাচীনকালে বাংলা এখনকার মত একক রাষ্ট্র ছিল না। তখন বাংলার বিভিন্ন অংশ অনেকগুলো ছোট ছোট অঞ্চল বা এলাকায় বিভক্ত ছিল। এই সমস্ত এলাকার বা অঞ্চলের শাসক। যার যার মত করে শাসন করতেন। এককথায় বাংলার এই অঞ্চল বা এলাকাগুলোকে সমষ্টিগতভাবে জনপদ বলা হয়।
বাংলার এসব জনপদগুলোর মধ্যে অন্যতম হলো:
(১) গৌড়;
(২) বঙ্গ;
(৩) পু;
(৪) হরিকেল;
(৫) সমতট;
(৬) বরেন্দ্র;
(৭) তাম্রলিপ্ত;
(৮) চন্দ্রদ্বীপ;
(৯) রাঢ়;
(১০) সূক্ষ্ম;
(১১) বাংলা বা বাঙালা ও
(১২) দণ্ডভুক্তি।
প্রাচীন বাংলার জনপদগুলোর সীমা ও বিস্তৃতি সঠিকভাবে নির্ণয় করা কঠিন। ভূ-প্রকৃতিক ও রাজনৈতিক কারণে বিভিন্ন সময়ে এসব জনপদের সীমানা বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। এর বিভিন্ন অংশের নামও ছিল ভিন্ন। উত্তরবঙ্গে পুণ্ড্র ও বরেন্দ্র, পশ্চিমবঙ্গের। রাঢ় ও তাম্রলিপি, দক্ষিণ বঙ্গে সমতট ও হরিকেন এবং পূর্ববঙ্গে চির বঙ্গাল। এছাড়া উত্তর পশ্চিমবঙ্গের কতকগুলো অঞ্চল গৌড় নামে পরিচিত ছিল।
পরিশিষে বলা যায় যে, প্রাচীনকালে অখণ্ড বাংলার কোনো প্রশাসন পাওয়া যায়নি, বিভিন্ন অংশ বিভিন্ন জনপদ নামে পরিচিত ছিল। যা ধীরে ধীরে বাংলায় পরিণত হয়।