সবচেয়ে হালকা অধাতু হল হাইড্রোজেন। এর পারমাণবিক সংখ্যা ১ এবং পারমাণবিক ভর প্রায় ১.০০৮ amu। এটি পর্যায় সারণীর প্রথম মৌল এবং মহাবিশ্বের সবচেয়ে প্রাচুর্যপূর্ণ মৌল। সাধারণ অবস্থায় হাইড্রোজেন দ্বিপরমাণুক গ্যাস (H₂) হিসেবে থাকে যা বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন। এটি বাতাসের চেয়েও হালকা।