বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. পরিবার কাকে বলে?
উত্তর : পরিবার হচ্ছে বিয়ের মাধ্যমে গঠিত একটি স্থায়ী সংঘ বা প্রতিষ্ঠান, যেখানে সন্তান-সন্ততি থাকতে পারে আবার নাও পারে।
২. আদর্শ পরিবার কাকে বলে?
উত্তর : আদর্শ পরিবার বলতে মূলত একজন পুরুষের সঙ্গে একজন নারীর বিবাহের মাধ্যমে গঠিত একপত্নী পরিবারকে বোঝায়।
৩. পরিবার গঠনের অন্যতম পূর্বশর্ত কী?
উত্তর : পরিবার গঠনের অন্যতম পূর্বশর্ত হলো বিবাহ।
৪. গোষ্ঠী জীবনের প্রথম ধাপ কী?
উত্তর : গোষ্ঠী জীবনের প্রথম ধাপ হলো পরিবার।
৫. প্রতিলোম বিবাহভিত্তিক পরিবার কাকে বলে?
উত্তর : নিচু বর্ণের পাত্রের সঙ্গে উঁচু বর্ণের পাত্রীর বিয়ের মাধ্যমে গঠিত পরিবারকে প্রতিলোম বিবাহভিত্তিক পরিবার বলে।
৬. অনুলোম বিবাহভিত্তিক পরিবার কাকে বলে?
উত্তর : উঁচু বর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রীর বিয়ের মাধ্যমে গঠিত পরিবারকে অনুলোম বিবাহভিত্তিক পরিবার বলে।
৭. সামাজিকীকরণ কী?
উত্তর : যে প্রক্রিয়ায় শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাকে সামাজিকীকরণ বলৈ।
৮. মিথস্ক্রিয়া কাকে বলে?
উত্তর : পারস্পরিক প্রভাবের প্রক্রিয়াকে মিথস্ক্রিয়া (Interaction) বলে।