অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি প্রশ্ন উত্তর

অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১. মোট জাতীয় উৎপাদনকে কয়টি দিক থেকে পরিমাপ করা যায়?
উত্তর :
মোট জাতীয় উৎপাদনকে তিনটি দিক থেকে পরিমাপ করা যায়।

২. মোট দেশজ উৎপাদন কাকে বলে?
উত্তর :
মোট দেশজ উৎপাদন হচ্ছে কোনো নিদিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে বা ভৌগলিক সীমানার ভেতরে বসবাসকারী সকল জনগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের অর্থমূল্যের সমষ্টি।

৩. মাথাপিছু আয় কী?
উত্তর :
মাথাপিছু আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকদের গড় আয়।

৪. সেবা কী?
উত্তর :
সেবা হলো কোনো অবস্তুগত দ্রব্য যার উপযোগ এবং বিনিময় মূল্য আছে।

৫. অর্থনৈতিক উন্নয়নের মূল লক্ষ্য কী?
উত্তর :
অর্থনৈতিক উন্নয়নের মূল লক্ষ্য দেশের জনগণের সার্বিক কল্যাণ সাধন।

৬. অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে?
উত্তর :
কোনো দেশের জাতীয় আয়ের বার্ষিক বৃদ্ধির হারকে প্রবৃদ্ধির হার বলা হয়।

error: Content is protected !!