জাতিসংঘ ও বাংলাদেশ প্রশ্ন উত্তর

জাতিসংঘ ও বাংলাদেশ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১. মানবাধিকার কী?
উত্তর :
মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অধিকার হলো মানবাধিকার।

২. লীগ অব নেশনস কী?
উত্তর :
লীগ অব নেশনস হলো একটি আন্তর্জাতিক সংগঠন, যেটি ১৯২০ সালে গঠিত হয়েছিল।

৩. বিতর্ক সভা কাকে বলে?
উত্তর :
জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত সাধারণ পরিষদকে বিতর্ক সভা বলে।

৪. ভেটো ক্ষমতা কী?
উত্তর :
ভেটো হলো কোনো প্রস্তাব বাতিল করে দেওয়ার ক্ষমতা।

৫. WHO বাংলাদেশে কী কাজ করে?
উত্তর :
WHO বাংলাদেশের শিশুদের টিকাদানসহ বিভিন্ন জনস্বাস্থ্য কর্মসূচিতে সহায়তা করে।

৬. সিডও-এর পূর্ণরূপ লেখ।
উত্তর :
সিডও (CEDAW)-এর পূর্ণরূপ হলো Convention on the Elimination of All Forms of Discrimination Against Women।

৭. সিডও সনদে কতটি ধারা আছে?
উত্তর :
সিডও (CEDAW) সনদে ৩০টি ধারা আছে।

error: Content is protected !!