রাষ্ট্র, নাগরিকতা ও আইন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. সামাজিক প্রথা কাকে বলে?
উত্তর : সমাজে প্রচলিত রীতিনীতি, আচার-আচরণ ও অভ্যাসই হচ্ছে সামাজিক প্রথা।
২. রাষ্ট্রের প্রাথমিক উপাদান কী?
উত্তর : রাষ্ট্রের প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি।
৩. রাষ্ট্র কাকে বলে?
উত্তর : রাষ্ট্র হলো একটি ভূ-খণ্ডভিত্তিক সমাজ বিশেষ, যার সংগঠিত সরকার, জনসমষ্টি এবং নিজস্ব ভৌগলিক এলাকার সার্বভৌমত্ব রয়েছে।
৪. নাগরিক কাকে বলে?
উত্তর : যিনি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন এবং রাষ্ট্রের আইন, সংবিধান ও অন্যান্য নির্দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করেন তাকে নাগরিক বলে।
৫. অ্যারিস্টটল প্রদত্ত নাগরিকের সংজ্ঞাটি লেখ।
উত্তর : রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের মতে, সে ব্যক্তিই নাগরিক যে নগররাষ্ট্রের প্রতিনিধিত্ব ও শাসনকার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
৬. আইন কাকে বলে?
উত্তর : সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং মানুষের সামাজিক কল্যাণের জন্য গৃহীত সুনির্দিষ্ট নিয়মের সমষ্টিকেই আইন বলে।
৭. তথ্য অধিকার আইন কী?
উত্তর : জনগণের তথ্য প্রাপ্তির অধিকার সুনিশ্চিত করতে বাংলাদেশ সরকার ৫ই এপ্রিল ২০০৯ সালে যে আইন প্রণয়ন করছে তাকেই তথ্য অধিকার আইন বলে।