বই পড়া গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. যথার্থ শিক্ষিত হতে হলে কী দরকার?
উত্তর : যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার।
২. প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কী?
উত্তর : চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ‘বীরবল’।
৩. প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়?
উত্তর : প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস পাবনা জেলার হরিপুর গ্রামে।
৪. শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি?
উত্তর : শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হচ্ছে সাহিত্যচর্চা।
৫. নীতির চর্চা কোথায় করতে হয়?
উত্তর : নীতির চর্চা ঘরে করতে হয়।
৬. যথার্থ গুরুর কাজ কী?
উত্তর : ‘বই পড়া’ প্রবন্ধের প্রাবন্ধিক প্রমথ চৌধুরীর মতে, যথার্থ গুরুর কাজ হলো শিষ্যের আত্মাকে উদবোধিত করা এবং তার অন্তর্নিহিত প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে তোলা।
৭. ‘বই পড়া’ প্রবন্ধটি প্রমথ চৌধুরীর কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?
উত্তর: ‘বই পড়া’ প্রবন্ধটি প্রমথ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে সংকলন করা হয়েছে।
৮. মনের দাবি রক্ষা না করলে কী বাঁচে না?
উত্তর : মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না।
৯. সাহিত্যচর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কী?
উত্তর : ‘বই পড়া’ প্রবন্ধের প্রাবন্ধিক প্রমথ চৌধুরীর মতে, সাহিত্যচর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে, জাতির জীবনীশক্তির হ্রাস করা।
১০. বিদ্যার্জনের ক্ষেত্রে ‘গুরু’ কী?
উত্তর : বিদ্যার্জনের ক্ষেত্রে ‘গুরু’ উত্তরসাধক মাত্র।
১১. লাইব্রেরিকে লেখক কীসের উপরে স্থান দিয়েছেন?
উত্তর : লাইব্রেরিকে লেখক হাসপাতালের উপরে স্থান দিয়েছেন।
১২. ‘কারদানি’ কথাটির অর্থ কী?
উত্তর : ‘কারদানি’ কথাটির অর্থ – বাহাদুরি।
বই পড়া অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
১. ‘ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়।’ – কথাটি বুঝিয়ে লেখো।
২. ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।’ – ব্যাখ্যা করো।
৩. ‘বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়।’ – বলতে কী বোঝানো হয়েছে?
৪. ‘দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয়, আত্মার হয় না।’ – কেন বলা হয়েছে?