মানবধর্ম কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১: সব লোক লালনের কোন বিষয়টি নিয়ে কথা বলে?
উত্তর : সব লোক লালনের জাত বা ধর্মের পরিচয় নিয়ে কথা বলে।
প্রশ্ন-২: লালন কীসের রূপ দেখেননি বলে মত দিয়েছেন?
উত্তর : লালন জাতের কী রূপ তা দেখেননি বলে মত দিয়েছেন।
প্রশ্ন-৩: কূপজল ও গঙ্গাজলকে কখন ভিন্ন বলা যায়?
উত্তর : কূপজল ও গঙ্গাজলকে পাত্র-অনুসারে ভিন্ন বলা যায়।
প্রশ্ন-৪: জগৎজুড়ে লোকে কী নিয়ে গৌরব করে?
উত্তর : জগৎজুড়ে লোকে জাত নিয়ে গৌরব করে।
প্রশ্ন-৫: জাতের ফাতা কোথায় বিক্রি করার কথা বলা হয়েছে?
উত্তর : জাতের ফাতা সাত বাজারে বিক্রি করার কথা বলা হয়েছে।