মুখস্ত না করে লিখে রাখাকে আরবের লোকেরা লজ্জার মনে করত কেন?

আরবের লোকদের স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর ছিল। তাই মুখস্ত না করে লিখে রাখাকে তারা লজ্জ্বার মনে করত। আরবের লোকেদের স্মৃতিশক্তি অসাধারণ। তারা বিরাট বিরাট কাব্যগ্রন্থ সহজেই মুখস্থ করে ফেলত। মুখস্ত না করে কোনোকিছু লিখে রাখা তারা লজ্জার মনে করত। স্মৃতিশক্তি প্রখর হওয়ায় সাহাবিরা ও অন্যান্য হাদিসজ্ঞরা হাজার হাজার হাদিস মুখস্ত করে রাখত।

error: Content is protected !!