মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের মহিলা – বুঝিয়ে দাও।

মেয়ের প্রতি স্নেহ-মমতার কারণেই মিনির মা অত্যন্ত শঙ্কিত থাকতেন। তাই তাকে শঙ্কিত স্বভাবের মহিলা বলা হয়েছে।
কাবুলিওয়ালা ছিল বাইরের অপরিচিত লোক। মিনির সঙ্গে তার ভাব দেখে মিনির মা শঙ্কিত হন। কারণ শিশু পাচারকারীরা শিশুদের খাদ্য, খেলনা দিয়ে ভুলিয়ে নিয়ে যায়। তিনি সবসময় মেয়েকে চোখে চোখে রাখতেন এবং স্বামীকেও সেদিকে খেয়াল রাখতে বলতেন। সবসময় শঙ্কা প্রকাশ করায় গল্পে তাকে শঙ্কিত স্বভাবের মহিলা বলা হয়েছে।

error: Content is protected !!