হাঁসের প্লেগ রোগের লক্ষণ কি কি?

হাঁসের প্লেগ রোগের লক্ষণ গুলো নিচে তুলে ধরা হলো:
১) কোন লক্ষণ দেখা যাওয়ার পূর্বেই হঠাৎ করে হাঁসের মৃত্যু ঘটতে পারে।
২) চোখ ফুলে চোখের পাতা আটকে যেতে পারে।
৩) খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। বয়স্ক হাঁসের ডিম কমে যায়।
৪) আলোতে চোখ খুলতে পারে না।
৫) ঘন ঘন পাতলা পায়খানা হতে পারে।
৬) নাক-মুখ দিয়ে তরল পদার্থ বের হতে পারে।
৭) পা এবং পাখা অবশ হয়ে যেতে পারে।
৮) লেজের আশে পাশে মল লেগে থাকে।
৯) মাথা, ঘাড় ও শরীরে কাঁপুনি দেখা দিতে পারে।
১০) আক্রান্ত হাঁস বুকের উপর ভর
১১) পিপাসায় কাত হয়ে বার বার পানি পান করতে দেখা যায়।

error: Content is protected !!