গামবোরো রোগের লক্ষণ

গামবোরো রোগের লক্ষণ গুলো নিম্নরূপ –
১) প্রচন্ড দুর্গন্ধ পাতলা পায়খানা, মলদ্বারের পাশের পালক ভিজে থাকে।
২) মুরগীর পালক উসকো-খুসকো হয়ে যায়।
৩) খাওয়া বন্ধ করে নিস্তেজ হয়ে চুপচাপ বসে থাকে।
৪) পানির পিপাসা বৃদ্ধি পায়।
৫) রোগাক্রান্ত হওয়ার ৩ দিনের মধ্যেই ৩০-৪০% মুরগি মারা যায়।
৬) মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়।

error: Content is protected !!