রাণীক্ষেত রোগ : এটি ভাইরাসজনিত একটি মারাত্মক সংক্রামক রোগ। এ রোগ প্রথমে ভারতের রাণীক্ষেত নামক স্থানে দেখা দেয় বলে এ রোগের নাম রাখা হয় রাণীক্ষেত। এ রোগ দ্রুত বিস্তার লাভ করে। শীত ও বসন্তকালে এ রোগের প্রাদুর্ভাব বেশি ঘটে।
প্রতিকার : এ রোগ দেখা দিলে মুরগি বাঁচানো খুবই কষ্টকর। রাণীক্ষেত রোগ হতে প্রতিকারের জন্য নিচের ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে।
- রাণীক্ষেত রোগের সঠিকভাবে কোন চিকিৎসা নেই।
- সালফাডায়াজিন ট্যাবলেট চার ভাগ করে বড় মুরগিকে দিনে দু’বার খাওয়াতে হবে।
- মৃত মুরগি যেখানে সেখানে না ফেলে মাটিতে পুঁতে ফেলতে হবে।
- আক্রান্ত মুরগিকে পটাশ মেশানো পানি খাওয়ানো যেতে পারে।
- এ রোগে আক্রান্ত মুরগি আলাদা রাখা উচিত এবং অন্য কোথাও বিক্রি করা উচিত নয়।