খামারের নিয়মিত কার্যক্রম গুলো কি কি?

খামারের নিয়মিত কার্যক্রম গুলো নিম্নরূপ-
১) প্রতিদিন সকলে পানি ও খাবার পানি পরিষ্কার করে পানি ও খাবার দেয়া।
২) প্রতিদিন তিন বার ডিম তোলা।
৩) প্রতিদিনের হিসাব প্রতিদিন রাখতে হবে।
৪) সপ্তাহের কোন নির্দিষ্ট দিনে খাদ্য তৈরি করা।
৫) খাদ্য মওজুদ রাখতে হবে।
৬) নিয়মিত প্রতিষেধক ব্যবস্থা গ্রহণ এবং রেজিস্ট্রারে লিখে রাখা।
৭) অসুস্থ, মরা ও বাতিল মুরগির হিসাব রাখতে হবে।
৮) দৈনিক উৎপাদন ও বাজারজাতকরণের হিসাব রাখতে হবে।
৯) খাবার দেয়ার সাথে সাথে খামারের সব মুরগির খাবার খাচ্ছে কিনা তা দেখতে হবে।
১০) কোন মুরগির মধ্যে অসুস্থতার লক্ষণ দেখা গেলে সাথে সাথে আলাদা করে রাখতে হবে।

error: Content is protected !!