সুষ্ঠু খামার ব্যবস্থাপনা উৎপাদনের পূর্বশর্ত। পরিচর্যা ঠিকমতো করা হলে খামারে রোগব্যাধি কম হবে, খাদ্য অপচয় কম হবে এবং উৎপাদন খরচ কমে গিয়ে লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য নিচে বর্ণিত বিষয়গুলোর প্রতি বিশেষভাবে নজর দিতে হবে।
১) ঘরের মেঝেতে প্রয়োজনীয় জায়গা।
২) আরামদায়ক বাসস্থান।
৩) ডিম পাড়ার বাক্স।
৪) পর্যাপ্ত আলো-বাতাস।
৫) ডিম পাড়া মুরগির ঘরে আলোর ব্যবস্থা।
৬) শুকনো লিটার।
৭) সুষম খাদ্য এবং প্রয়োজন মতো খাদ্য ও পানির পাত্র।
৮) নিয়মিত মুরগি বাছাই ও ছাঁটাই।
৯) স্বাস্থ্য পরিচর্যা।