দুধ দোহনের সময় করণীয় কাজ

নিম্নে দুধ দোহনের সময় করণীয় কাজ গুলো আলোচনা করা হলো:

  • দুগ্ধবতী গাভীকে এমনভাবে বাধতে হবে যেন নড়াচড়া করতে না পারে।
  • বাছুরকে গাভীর কাছে ছেড়ে দিতে হবে যাতে বাছুর গাভীর দুধের বাঁট থেকে দুধ খেতে থাকে।
  • বাছুরকে সরিয়ে একটি খুঁটিতে বাঁধতে হবে। বাঁছুরটি গাভীর মাথার কাছে রাখতে হবে।
  • হাত ও দুধ রাখার পাত্র এবং গাভীর ওলান ভালোভাবে ধুয়ে নিতে হবে।
  • গাভীর দুধের বাঁট বৃদ্ধ আঙুল ও তর্জনী দিয়ে চাপ দিয়ে টেনে দুধ আনতে হবে।
  • দুধের বাঁট টানার সুবিধার্থে সামান্য তেল ব্যবহার করা যেতে পারে।
  • দুধ দোহনের সময় কুকুর বা অন্য কেউ যেন গাভীকে বিরক্ত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
error: Content is protected !!