সুস্থ গবাদি পশুর রোগের লক্ষণ : একটি সুস্থ পশুর বাহ্যিক লক্ষণসমূহ নিচে দেয়া হলো:
১) পারিপার্শ্বিক অবস্থার প্রতি সজাগ থাকবে ও গতিবিধি স্বাভাবিক থাকবে।
২) পশুর চক্ষু উজ্জ্বল ও খোলা থাকবে।
৩) নাক, মুখ ও চোখ পরিষ্কার থাকবে।
৪) খাওয়ায় রুচি থাকবে।
৫) নাকের অগ্রভাগে বিন্দু বিন্দু ঘাম থাকবে।
৬) মূলমূত্রের প্রকৃতি স্বাভাবিক থাকবে।
৭) পশুর শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকবে।
৮) শ্বাস-প্রশ্বাস ও নাড়ির গতি স্বাভাবিক থাকবে।