জোড় কলম ও চোখ কলমের মধ্যে পার্থক্য দেয়া হলো:
| জোড় কলম | চোখ কলম |
|---|---|
| ১. গাছের সংযোজনযোগ্য অংশসমূহকে একত্রে বেঁধে রেখে জোড়া বাঁধিয়ে একটি একক গাছ হিসেবে বৃদ্ধি পেতে দেওয়াকে জোড় কলম বলে। যেমন: সংযুক্ত জোড় কলম, বিযুক্ত জোড় কলম ইত্যাদি। | ১. আদি জোড় হিসেবে একটি গাছের শাখার ছালের মধ্যে বাকলসহ একটি কুঁড়ি উপজোড় হিসেবে সংযোজন করে যে কলম তৈরি করা হয়, তাকে চোখ কলম বলে। যেমন: তালি চোখ কলম। |
| ২. জোড় কলম করার জন্য প্রায় একই ব্যাস বিশিষ্ট শাখার প্রয়োজন হয়। | ২. চোখ কলম করার জন্য সজীব চোখ এবং চারা ও চোখ বসানোর মতো সজীব কাণ্ড বা চারার প্রয়োজন। |
| ৩. উপজোড় সংযোজনের মাধ্যমে একটি মাত্র উদ্ভিদই সৃষ্টি করা যায়। | ৩. উপজোড়ে তথা একটি উন্নত শাখার বহু চোখ থাকে, যার দ্বারা বহু নতুন গাছ সৃষ্টি করা যায়। |
| ৪. জোড় কলমের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যপূর্ণ উদ্ভিদ, তথা ফুল-ফলের গাছ সৃষ্টি করা যায়। | ৪. চোখ বসিয়ে একই গাছে বিভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ ফুল বা ফলের শাখা-প্রশাখার সৃষ্টি করা যায়। |
| ৫. জোড় কলম করার জন্য দক্ষ-অভিজ্ঞ লোকের প্রয়োজন। | ৫. চোখ কলম করা তুলনামূলকভাবে সহজ। যে কোন লোক সহজেই এ কলম করতে পারে। |