রজনীগন্ধা ফুল জনপ্রিয় হওয়ার কারণ কি?

নিচে রজনীগন্ধা ফুল জনপ্রিয় হওয়ার কারণ দেওয়া হলো:
১) সারা বছর ফুলবাগিচায় ফুটে বলে বিক্রি করা যায়।
২) ফুলদানিতে এর পুষ্পমঞ্জরীকে প্রায় তাজা অবস্থায় বেশি সময় রাখা যায়।
৩) সুগন্ধ বলে মনকে আকর্ষণ করে।
৪) সহজেই চাষ করা যায়।
৫) এই ফুল হতে চমৎকার মালা তৈরি করা যায়।
৬) মানুষের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এই ফুলের চাহিদা বেশি।

error: Content is protected !!