কৃষিজ বালাই বলতে কি বুঝায়?

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। প্রায় পনের রকমের শস্য আমাদের শর্করার প্রয়োজন মেটায়। মোটামুটি আট জাতের প্রাণী আমিষের যোগান দেয়। কিন্তু এই উৎপাদনের পথ মোটেই নিষ্কণ্টক নয়।

প্রকৃতিতে বিরাজমান প্রায় দশ হাজার কীটপতঙ্গ আমাদের ফসলের জন্য ক্ষতিকারক, কখনওবা ধ্বংসাত্মক। ল্যাটিন শব্দ Pestis অর্থ প্লেগ বা ধ্বংসাত্মক এজেন্ট। যখন কোনো প্রাণী দ্বারা সৃষ্ট ক্ষতি অর্থনৈতিক ক্ষতির স্তর অতিক্রম করে এবং তাদের সংখ্যাধিক্যে ঐ স্থানের বসতি হুমকির সম্মুখীন হয়, ঐ প্রাণীকে আপদ বালাই বা Pest বলে। কৃষিজ পণ্যের ক্ষতি সাধনকারী জীবসমূহকে কৃষিজ বালাই বা Agricultural Pest বলে।

error: Content is protected !!