জমিতে আর্দ্রতার পরিমাণ পরীক্ষা করে সেচ দেয়া প্রয়োজন। কারণ জমিতে রস থাকা অবস্থায় সেচ দিলে পানির অপচয় এবং জলাবদ্ধতার সৃষ্টি হবে। আবার জমি বেশি শুকিয়ে সেচ দিলেও ফসলের উপকার হয় না। সেজন্য ফসলের স্বাভাবিক বৃদ্ধি ও অধিক ফলনের জন্য যথাসময়ে সেচের ব্যবস্থা করা প্রয়োজন। ফসলের জমিতে পানি সেচ দেয়ার প্রকৃত সময় তখন যখন জমির প্রায় ১১ সে.মি হতে ১৫ সে.মি পর্যন্ত মাটি খুঁড়ে মাটি সংগ্রহ করে চাপ দিলে তা দলা না বাঁধে।