সবুজ সার উপযোগী উদ্ভিদের বৈশিষ্ট্য গুলো নিম্নরূপ-
১) সবুজ সার উদ্ভিদ অত্যন্ত ডালপালাবিশিষ্ট হতে হবে।
২) গাছের পাতা, কাণ্ড ইত্যাদি অত্যন্ত নরম হবে।
৩) অনুর্বর জমিতে জন্মাবার ক্ষমতা সম্পন্ন হবে।
৪) উদ্ভিদের আকৃতি দ্রুত বর্ধনশীল হবে।
৫) শিকড়ে নড্যুলের সংখ্যা বেশি হবে।
৬) গাছ মাটিতে মিশালে তাড়াতাড়ি পচনশীল হবে।
৭) গাছের তাড়াতাড়ি জৈব পদার্থে পরিণত হওয়ার ক্ষমতা থাকতে হবে।
৮) পোকা-মাকড় ও রোগবালাই প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন হতে হবে।
৯) উদ্ভিদের ক্ষারত্ব ও অম্লত্ব সহনশীল হতে হবে।