নৈতিকতার একটি আপেক্ষিক ধারণা, তাই সহজে বা এককথায় এর ব্যাখ্যা দেওয়া সহজ নয়। বলা যায়, ব্যক্তির নিজস্ব সমাজে প্রচলিত নিয়মাবলি ও আচরণাবলি মেনে চলার প্রবণতাই হল নৈতিকতা। এই নিয়মের মধ্যে সমাজ অধিবাসীর ভালো মন্দ, ন্যায়-অন্যায়, সততা-অসততা ইত্যাদি জড়িত। তবে মনে রাখতে হবে এক সমাজের নৈতিকতা অন্য সমাজের থেকে ভিন্ন হতে পারে।