পারিবারিক দুগ্ধ খামার কী?

নিজ বাড়িতে নিজস্ব পরিবেশে গাভি পালনের মাধ্যমে পরিবারের দুধের চাহিদা মেটাতে ও আয়ের পথ সুগমে দুগ্ধ খামার স্থাপনকে পারিবারিক দুগ্ধ খামার বলে।

পারিবারিক দুগ্ধ খামার প্রয়োজন কেন?

পারিবারিক দুগ্ধ খামারের প্রয়োজনীয়তা নিচে দেওয়া হলো:

১) পরিবারের সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি করা যায়।
২) ভূমিহীন ও প্রান্তিক চাষিদের আয় বাড়ানো যায়।
৩) পরিবারের পুষ্টি ও বাড়তি আয়ের ব্যবস্থা করা যায়।
৪) নিজেদের বাড়িতেই গাভি পালন করায় অতিরিক্ত মূলধনের প্রয়োজন হয় না।

উপযুক্ত কারণে প্রত্যেক বাড়িতে একটি করে পারিবারিক দুগ্ধ খামার প্রয়োজন।

error: Content is protected !!