পার্বত্য অঞ্চলে প্রবল জলস্রোতের আঘাতে নদী যে ক্ষয়কাজ করে তার ফলে প্রস্তরখণ্ড, নুড়ি, কাঁকর, বালি, পলি, কাদা প্রভৃতি উৎপন্ন হয়। নদী এইসব পদার্থকে তার জলপ্রবাহ দ্বারা নীচের দিকে বহন করে নিয়ে যায়। নদী দ্বারা বাহিত এইসব পদার্থকেই নদীর বস্তুভার বা নদীর বোঝা বলে। নদীতে বোঝার পরিমাণ তার বহন ক্ষমতার অধিক হলে নদী সেগুলোকে সঞ্চয় করতে শুরু করে।