Ace 500 এর কাজঃ জ্বর, সর্দিজ্বর এবং ইনফ্লুয়েঞ্জা। মাথাব্যথা, দাঁত ব্যথা, কানের ব্যথা, শরীর ব্যথা, স্নায়ু প্রদাহ জনিত ব্যথা, ঋতুস্রাব জনিত ব্যথা এবং মচকে যাওয়ার ব্যথা। অন্ত্রে ব্যথা, কোমরে ব্যথা, অস্ত্রোপচার পরবর্তী ব্যথা, প্রসব-পরবর্তী ব্যথা, ক্যান্সার জনিত দীর্ঘস্থায়ী ব্যথা, প্রদাহ জনিত ব্যথা ও শিশুদের টিকা দেবার পরের জ্বর ও ব্যথা। বাত ও অস্টিওআথ্রাইটিস-এর দরুণ সৃষ্ট ব্যথা ও অস্থিসংযোগ সমূহের অনমনীয়তা।

Ace 500 এর মাত্রা ও ব্যবহার বিধি
ট্যাবলেটঃ
প্রাপ্ত বয়স্ক: ১-২ টি ট্যাবলেট ৪-৬ ঘণ্টা পর পর দিনে সর্বোচ্চ ৮টি ট্যাবলেট।
শিশু (৬-১২ বছর): আধা থেকে ১টি দিনে ৩-৪ বার।
Ace 500 এর সতর্কতা
প্যারাসিটামলের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে ব্যবহার করা যাবে না।
Ace 500 গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার
সর্বস্তরে ব্যবহার করা নিরাপদ।
Ace 500 এর পার্শ্বপ্রতিক্রিয়া
কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে।