আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য

আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য নিম্নরূপ-

আবহাওয়াজলবায়ু
১. কোন স্থানের বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থাকে আবহাওয়া বলে।১. কোন স্থানের আবহাওয়ার দীর্ঘ দিনের গড় অবস্থাকে জলবায়ু বলে।
২. এটা একটি ক্ষুদ্র এলাকার বায়ুমণ্ডলের ক্ষণস্থায়ী অবস্থা।২. এটা একটি দীর্ঘ এলাকা অর্থাৎ কোন দেশ বা মহাদেশের বায়ুমণ্ডলের দীর্ঘস্থায়ী অবস্থা।
৩. আবহাওয়া অল্প সময়ের মধ্যে পরিবর্তিত হয় অর্থাৎ এটা নিয়ত পরিবর্তনশীল।৩. এটি নিয়ত পরিবর্তনশীল নয়।
৪. দৈনন্দিন কাজ আবহাওয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়।৪. বাৎসরিকভাবে কৃষি পদ্ধতি জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত।
৫. আবহাওয়া হলো দৈনন্দিন বায়ুমণ্ডলীর অবস্থা।৫. জলবায়ু হলো ২০-৩০ বছরের আবহাওয়ার গড় বাৎসরিক অবস্থা।
৬. আবহাওয়া যে কোন সময় পরিবর্তন হতে পারে।৬. জলবায়ু সহজ পরিবর্তন হয় না।
৭. ফসলের ফলন ও উৎপাদন অনেকাংশে আবহাওয়ার উপর নির্ভরশীল।৭. জলবায়ু অঞ্চলভিত্তিক ফসলের ফলন ও উৎপাদন নিয়ন্ত্রণ করে।
error: Content is protected !!