দুনিয়াজোড়া আলোড়ন তোলা ঢাকাই মসলিন তৈরি হতো ঢাকার অদূরে ডেমরা এলাকায়। সেখানকার তাঁতিরা মোগল বাদশাহদের এই বিলাসের বস্তু তৈরি করতেন। মসলিন খুব সূক্ষ্ম সূতা দ্বারা তৈরি করা হতো। ভালোমানের কয়েক শ গজ মসলিন খুব সহজেই একটি আংটির মধ্য দিয়ে প্রবেশ করিয়ে দেওয়া সম্ভব ছিল। তবে এরকম কাপড় বোনার কারিগরি দক্ষতা ও শিল্পীমন থাকা আবশ্যক।
আরো পড়ুনঃ