টেলিকনফারেন্সিং কি?

টেলিযোগাযোগের মাধ্যমে সভা অনুষ্ঠানের প্রক্রিয়াকে টেলিকনফারেন্সিং বলে। এই সভাবে টেলিকনফারেন্সও বলে। টেলিকনফারেন্স এর মাধ্যমে বিভিন্ন সভা, সেমিনার বা দলবদ্ধভাবে যোগাযোগ করা যায়। ভিন্ন ভৌগলিক দূরত্বে কিছু ব্যক্তি অবস্থান করে টেলিযোগাযোগ সিস্টেমের মাধ্যমে সংযুক্ত থেকে কোনো সভা অথবা সেমিনার অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। টেলিকনফারেন্স এর জন্য টেলিফোন সংযোগ, কম্পিউটার অডিও কার্ড, মাইক্রোফোন, MIC ও স্পীকার এবং প্রয়োজনীয় সফটওয়্যার প্রয়োজন।

error: Content is protected !!