তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য মধ্যে পার্থক্য নিম্নরূপ-
| তাপ (Heat) | তাপমাত্রা (Temperature) |
|---|---|
| ১. তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। | ১. তাপমাত্রা কোন বস্তুর তাপীয় অবস্থা যা অন্য কোনো বস্তুর তাপীয় সংস্পর্শে আনলে তাপ গ্রহণ করবে, না তাপ বর্জন করবে নির্ধারণ করে। |
| ২. তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভর করে না। | ২. তাপের প্রবাহ তাপমাত্রার উপর নির্ভর করে। |
| ৩. তাপের একক ক্যালরি, জুল। | ৩. তাপমাত্রার একক সেলসিয়াস, কেলিভিন ও ফারেনহাইট। |
| ৪. তাপ পরিমাপক যন্ত্রের নাম ক্যালরিমিটার। | ৪. তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার। |
| ৫. তাপ পরিমাপ করার নাম ক্যালরিমিতি। | ৫. তাপমাত্রা পরিমাপ করার নাম থার্মোমিতি। |