তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি?

দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। আর. এইচ. ফাওলার এই সূত্রটিকে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র নামে অভিহিত করেন।

error: Content is protected !!