পিপেট ব্যবহারের সুবিধা কী কী?

পিপেট ব্যবহারের সুবিধা কী কী?

পিপেট এর মাঝখানে যে মোটা নল বা ভাল্ব থাকে তার উপরিনলের চারদিক ঘিরে লাল রং দ্বারা দাগ কাটা থাকে। 5 ml, 10 ml, 20 ml যেকোনো আয়তনের পিপেট-এ তখন ঐ দাগ পর্যন্ত তরল টেনে নিয়ে আয়তন পরিমাপ করা হয়। আয়তনমিতিক সিলিন্ডার এর মত রিডিং ভালোভাবে পর্যবেক্ষণ করা লাগে না। এছাড়া পিপেট এর মাধ্যমে বেশ সহজে অনেক ক্ষুদ্র আয়তন দ্রুততার সাথে স্থানান্তর করা সম্ভব।

আরো পড়ুনঃ 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url