গ্লাস ক্লিনারে অ্যামোনিয়া দ্রবণ, কিন্তু টয়লেট ক্লিনারে কস্টিক সোডা ব্যবহার করা হয়

গ্লাস ক্লিনারে অ্যামোনিয়া দ্রবণ ব্যবহৃত হয় যা কাচের সিলিকার সাথে কোনো বিক্রিয়া করে না। কিন্তু NaOH ব্যবহৃত হয় না কারণ তা কাচের সিলিকার সাথে বিক্রিয়া করে। ফলে কাচের মসৃণতা নষ্ট হয়। ফলে ব্যুরেট, পিপেট ইত্যাদি যন্ত্রাদির ব্যবহারের অযোগ্য হয়ে যায়।

অপরদিকে টয়লেট হলো পোর্সেলিন সামগ্রী। পোর্সেলিন তৈরি হয় চায়না ক্লে, সিলিকা বালি ও পটাশ ফেল্ডস্পার মিশ্রণকে ১৪০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে। এ অবস্থায় পোর্সেলিনের উপর একটা মসৃণ গ্লেজ সৃষ্টি হয় ফলে কস্টিক দ্রবণের কোনো বিক্রিয়া হয় না।
Next Post Previous Post