বেনজিন ও বেনজিনজাত যৌগ নিয়ে ল্যাবরেটরিতে কাজ করার সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত?

বেনজিন ও বেনজিনজাত যৌগ নিয়ে ল্যাবরেটরিতে কাজ করার সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত?

বেনজিন(C6H6) ও বেনজিনজাত যৌগ যেমনঃ টলুইন এর বাষ্প মানুষের নাকের মাধ্যমে প্রবেশ করে শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা এবং হৃদপিন্ড, লিভার ও কিডনিজনিত সমস্যা তৈরি করতে পারে। তাই যেসব সতর্কতা নেয়া যেতে পারে সেগুলো হলো -

১) বেনজিন ও বেনজিন জাত দ্রাবকগুলোর বোতলের মুখ সর্বদাই বন্ধ রাখতে হবে।

২) বোতলে রাখা বেনজিনজাত জৈব দ্রাবকের লেভেল সবসময় সঠিকভাবে সংরক্ষণ করতে হবে।

৩) এ সকল জৈব দ্রাবক ব্যবহারের সময় অবশ্যই নিরাপত্তা মাস্ক ব্যবহার করতে হবে।

৪) হ্যান্ডগ্লাভস ব্যবহার না করে বেনজিন স্পর্শ করলে হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে। 

৫) বেনজিন ও বেনজিনজাত বিশেষ করে উদ্বায়ী অ্যারোমেটিক যৌগ, হেক্সাক্লোরো বেনজিন, ডি.ডি.টি প্রভৃতি যৌগের অবশেষ সমূহকে সিংক এ ফেলা যাবে না। এগুলোকে বোতলে সংরক্ষণ করে রিসাইকেল করে পুনরায় ব্যবহার করা উচিত।

৬) বেনজিন ও বেনজিনজাত উদ্বায়ী যৌগ নিয়ে সাধারণত জৈব সংশ্লেষণের কাজ করা হয়। এ ধরনের কাজ ফিউম হুডে সম্পন্ন করতে হবে।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url